তিলোত্তমার মৃত্যু ঘিরে যারা জাস্টিস দাবী করছেন, এই প্রাইভেটাইজেশনের ব্যাপারটাকে নজরের বাইরে রেখে জাস্টিসের কোন ধারনায় পৌঁছোতে পারবেন না তারা। পারবেন না, কারণ তারা নিজেদের কাছে সৎ। তাই প্রশ্নটা তোলা উচিত এখনই। কারণ ডাক্তাররা তো সিস্টেমের অঙ্গ। সাধারণভাবে সিস্টেম বদলে ফেলার বিপ্লবী অ্যাজেন্ডা এদের স্বাভাবিক জীবনদর্শনের অঙ্গ নয়। শ্রমিক কৃষকের ক্ষেত্রে হয়ত যা স্বাভাবিক, তা এদের ক্ষেত্রে স্বাভাবিক নয়।
by ডাঃ অনিন্দ্য সেন | 18 September, 2024 | 1400 | Tags : RGKar Protest Justice For Tilottoma Privatisation of Health